প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ ইতিমধ্যেই নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তাঁর আশা, এই কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাঁদের দল এনসি। পাঁচ বছরের বেশি সময় ধরে কোনও নির্বাচিত আইনসভা নেই জম্মু-কাশ্মীরে। নির্বাচন কমিশন সেখানে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই ফারুক আবদুল্লাহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ঘোষণা করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পাব। ৮৬ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এই বছরের শুরুতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন।
আরও পড়ুন-চার নেতাই ডুবিয়েছেন হাসিনাকে, ক্ষুব্ধ কর্মীরা
অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য তিন দফায় ভোট করার সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, ১৯৮৭-’৮৮ সালের পর সম্ভবত এই প্রথমবার পর্যায়ক্রমে নির্বাচন হচ্ছে। এবার এটি একটি নতুন অভিজ্ঞতা। ন্যাশনাল কনফারেন্স ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে। কংগ্রেসের সঙ্গে জোট করেই এবারের বিধানসভা নির্বাচনে লড়তে চায় এনসি।