প্রতিবেদন: ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর ৪৭৯ ধারার অধীনে প্রথমবারের অপরাধী যারা বিচারাধীন বন্দি হিসাবে সম্ভাব্য সাজার সর্বোচ্চ মেয়াদের এক-তৃতীয়াংশ কারাবাস পূর্ণ করেছেন তারা জামিন পাওয়ার যোগ্য হবেন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme court)। শীর্ষ আদালত বলেছে, বিএনএসএস কার্যকর হওয়ার আগে থেকেই জামিনের এই নিয়ম প্রযোজ্য হবে। এই বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে আদালত তিন মাস সময় দিয়েছে। তবে এই বিধান মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে এমন গুরুতর অপরাধে অভিযুক্ত বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর আগে, বর্তমানে বাতিল হওয়া ফৌজদারি কার্যবিধির ধারা ৪৩৬-এ বিচারাধীন বন্দিদের কারাবাসের সর্বোচ্চ সময়ের অর্ধেক কাটিয়ে দেওয়ার পরে তাদের মুক্তি দেওয়ার জন্য প্রযোজ্য ছিল।
আরও পড়ুন-যৌন-কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়দের চার্জশিট
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ আগে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় যে এই বিধানটি ১ জুলাই, ২০২৪ (যখন থেকে বিএনএসএস কার্যকর হয়েছিল)—এর আগে গ্রেফতার হওয়া বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। ভারত সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য্য ভাটি নিশ্চিত করেছেন যে ৪৭৯ ধারার সমস্ত বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, মামলাটি যখনই নথিভুক্ত করা হোক না কেন। আদালত ভারতীয় কারাগার এবং জেল কমপ্লেক্সে অতিরিক্ত ভিড় এবং অমানবিক পরিস্থিতির বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত আবেদনের শুনানি করছিল। তখনই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।