প্রতিবেদন : দুর্ঘটনা রুখতে রাতের কলকাতায় (Kolkata) নাকা চেকিং (Naka Checking) জোরদার করেছে পুলিশ। এই কাজে দীর্ঘদিন পরে আবার ব্যবহার করা হচ্ছে ব্রেদ অ্যানালাইজার। এর সাহায্যে খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে মদ্যপ চালকদের। লক্ষণীয়, কোভিড পরিস্থিতিতে এতদিন ব্রেদ অ্যানালাইজার ব্যবহার বন্ধ রেখেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। কিন্তু সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার প্রেক্ষিতে কোভিড বিধি মেনেই আবার এর ব্যবহার শুরু হয়েছে। তা ছাড়া, সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট বলছে কলকাতা শহরে পথদুর্ঘটনার অন্যতম প্রধান কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। এই কারণেই এবারে মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে পুলিশ। দিন সাতেক হল, বিভিন্ন পয়েন্টে রাতে ব্রেদ অ্যানালাইজার নিয়ে দাঁড়িয়ে থাকছে পুলিশ বাহিনী। সন্দেহ হলেই গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে চালকের রক্তে অ্যালকোহলের শতকরা পরিমাণ। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, গড়িয়াহাট, পাটুলি, ইএম বাইপাস-সহ শহরের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতে চলে ব্যাপক পুলিশি অভিযান। ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানা।
আরও পড়ুন-India-New Zealand Match: ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ বাস
উল্লেখ্য, কোভিডের সংক্রমণ রুখতে বেশ কিছুদিন আগে থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে নাকা চেকিং। নাইট কার্ফুতে রাস্তায় গাড়ি নামানোর যৌক্তিকতা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। এবারে এর সঙ্গে যুক্ত হল দুর্ঘটনা প্রতিরোধের বিষয়টি। মদ্যপ অবস্থায় কিছু মানুষের গাড়ি চালানোর প্রবণতা রুখতেই পুলিশের এই কড়া পদক্ষেপ। চালকদের বার্তা দিতেই আবার ব্রেদ অ্যানালাইজারের প্রত্যাবর্তন। এতে নিশ্চিতভাবেই যথেষ্ট সুফল মিলবে।