রবিবার ভোরে কাপলিং খুলে বিপত্তির সম্মুখীন হল কিষাণ এক্সপ্রেস (Kishan Express)। ট্রেনের আটটি কামরা পেছনে ফেলে ট্রেন দুই খণ্ডে আলাদা হয়ে যায়। পরে জানতে পেরেই একটু এগিয়ে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। দুর্ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। আজ, রবিবার ভোর ৪টে নাগাদ উত্তর প্রদেশের বিজনৌরের কাছে দুই খণ্ড হয়ে যায় ট্রেনটি। ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায় বলেই খবর। ইঞ্জিনের সঙ্গে থাকা ১০-১২টি কামরা এগিয়ে যায়। পড়ে থাকে বাকি ৮টি কামরা।
আরও পড়ুন-পর্দাফাঁস! নবান্ন অভিযানে পড়ুয়া নয়, নেপথ্যে সংঘ আর মোর্চাই
রেলের তরফে বলা হয়, ট্রেনে প্রচুর পরীক্ষার্থী ছিল। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কি না, এই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির ফলেই ট্রেনের কাপলিং ভেঙে গিয়েছে। রেলের কর্মকর্তারা জানান ট্রেনটি জোড়ার কাজ চলছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে যে এভাবে বার বার ট্রেন দুর্ঘটনা সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।