বেলুড়ে ()Belur) বিজেপিতে ধস। কমপক্ষে ৫০০ জন বিজেপি কর্মী আজ, রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বালির ১৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হাওড়া জেলা(সদর) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ, তফজিল আহমেদ সহ দলের আরও অনেকে।
আরও পড়ুন-‘পাশে আছি’, ‘নবান্ন অভিযান’ এর দিন পরীক্ষার্থীদের সাহায্যের আশ্বাস পুলিশের
এদিন তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়ে যুব তৃণমূলের নেতা কৈলাশ মিশ্র বলেন, ‘বালির আরও অনেকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে চাইছেন। আমরা দলের শীর্ষ নেতৃত্বকে সমস্তটা জানিয়েছি। দলের যাঁদের যোগ দেওয়াতে নির্দেশ দেবে আমরা তাঁদের তৃণমূলে যোগদান করাব। আগামীদিনে এরকম আরও অনেকে বালি সহ হাওড়ার বিভিন্ন এলাকা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। কিছুদিনের মধ্যেই হাওড়ায় বিজেপির পার্টি অফিস খোলা থাকবে না।’ এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা বললেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে চলা উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।’