প্রতিবেদন: আটদিনের জন্য গিয়ে পেরিয়েছে দু’মাস! অপেক্ষা এখনও ছ’মাসের। মহাকাশ সফরে গিয়ে বিপাকে পড়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দুই মহাকাশচারী ছাড়াই ফিরছে স্টারলাইনার। সুনীতারা কবে ফিরবেন সেই নিয়েই চিন্তায় নাসা। এদিকে, এতদিন মহাকাশে আটকে থাকার ফলে দুই মহাকাশচারীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অপরদিকে প্রশ্ন উঠছে, যে মহাকাশযানে চেপে তাঁরা মহাকাশে গিয়েছিলেন, সেটিকে যদি সক্রিয় না করা যায়, তাহলে বিকল্প উপায় বের করা হচ্ছে না কেন? সেই বিকল্প ব্যবস্থা খুঁজতেই শনিবার জরুরি বৈঠকে বসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। জানা যাচ্ছে, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স করে হয়তো ফেরানো হতে পারে আটকে পড়া দুই মহাকাশচারীকে।
আরও পড়ুন-বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি, নির্মলাকে চিঠিতে মনে করিয়ে দিলেন ডেরেক
নাসা জানিয়েছে, বোয়িং সংস্থার যে মহাকাশযান স্টারলাইনার পাঠানো হয়েছে, তার প্রপালশনে কিছু সমস্যা দেখা দিয়েছে। মহাকাশ যাত্রার সময়ই ২৮টি থাস্টারের মধ্যে ৫টি ফেল করে এবং হিলিয়াম গ্যাস লিক করে যায়। ফলে বিঘ্নিত হয় মহাকাশযানের ভারসাম্য। আগামী বছর ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল পাঠাবে, যাতে চড়ে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।