বার্সেলোনা, ২৫ অগাস্ট : বিশেষজ্ঞরা এই ম্যাচকে চিহ্নিত করেছিলেন দুই বন্ধুর লড়াইয়ে মঞ্চ হিসাবে। লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করাতে দু’জনে বড় ভূমিকা পালন করেছিলেন। তবে লা লিগার ম্যাচে ইয়ামালের গায়ে ছিল বার্সেলোনার জার্সি। অন্যদিকে, নিকো মাঠে নেমেছিলেন অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে। আর এই দ্বৈরথে শেষহাসি হাসলেন ইয়ামল। নিজে একটি অসাধারণ গোল করা ছাড়াও গোটা ম্যাচে দাপিয়ে খেললেন। বার্সেলোনাও ২-১ গোলে হারাল বিলবাওকে।
ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছিলেন ইয়ামালরা। বার্সার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল বিলবাওয়ের রক্ষণে। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে অনবদ্য গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। তবে বিরতির আগেই ১-১ করে দিয়েছিল বিলবাও। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অইহান সানচেট। যদিও ৭৫ মিনিটে রবার্ট লেয়নডস্কির গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
আরও পড়ুন-আর কত দিন এসব চলবে?
লিগে টানা দু’ম্যাচে জয়। দলের পারফরম্যান্সে খুশি বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের পর তিনি বলেন, ‘‘ইয়ামাল খুব ভাল ফর্মে রয়েছে। আর লেয়নডস্কি তো প্রথম দু’ম্যাচেই গোল পেল। তবে এদিন বিরতির আগেই ওর আরও অন্তত একটা গোল করা উচিত ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছি এটাই বড় কথা।’’