ন্যক্কারজনক! নিম্নরুচির রাজনীতি ধর্ষণের হুমকি অভিষেক-কন্যাকে

স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের

Must read

প্রতিবেদন : এতটা নিম্নগামী! নিম্নরুচির পরিচয় দিল বিরোধীরা! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দিল জনৈক ব্যক্তি৷ এই মর্মে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওর মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল শিবির৷ এই হুমকিকে নোংরা ও নর্দমার রাজনীতি হিসেবে ব্যাখ্যা করেছে তৃণমূল।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে জনৈক ব্যক্তি এই ন্যক্কারজনক হুমকি দিয়েছে। নাবালিকা কন্যার ধর্ষণকারীকে ১০ কোটি টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হবে বলে ভিডিওতে ঘোষণা করেছে ওই ব্যক্তি। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের তরফে অবিলম্বে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে৷ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এক্স মাধ্যমে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করো। এর আগেও তোমরা এ-ধরনের নোংরামি করেছ৷ আজ তোমরা লক্ষ্মণরেখা পার করে গেলে। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করো৷ নোংরা ও নর্দমার রাজনীতির অংশ হিসেবে যেভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (Abhishek Banerjee) নাবালিকা মেয়েকে হুমকি দেওয়া হয়েছে, তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়৷ এখনই এই ঘটনার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলও৷ এক্স মাধ্যমে তাঁর প্রশ্ন, যারা এইভাবে রাজনৈতিক প্রতিপক্ষের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দিতে পারে, তাদের কী বলবেন? প্রতিবাদকারী? অবিলম্বে এই রাক্ষসদের সমাজ থেকে বিতাড়িত করা উচিত সমাজকে কলুষিত করার হাত থেকে বাঁচাতে৷

আরও পড়ুন- খুলে গেল ছদ্মবেশ, ছাত্র নয় আরএসএস

Latest article