দুবাই, ২৬ অগাস্ট : বাংলাদেশ থেকে মেয়েদের টি-২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup) সরেছে আরব আমিরশাহিতে। এর ফলে ক্রীড়াসূচিরও বদল ঘটেছে। পরিবর্তিত সূচিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ৬ অক্টোবর। খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে ৪ অক্টোবর ওই একই স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
আরও পড়ুন- শাহিনদের মনোবল ভেঙে দিয়েছে ভারত, দাবি রামিজ রাজার
শারজা স্টেডিয়ামে ৩ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup) শুরু হবে। ২০ অক্টোবর দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে ১৭ ও ১৮ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে। ভারতের গ্রুপে ভারত ছাড়া বাকি দলগুলি হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্য গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে বিকেলের খেলাগুলি শুরু হবে ভারতীয় সময় ৩:৩০ মিনিটে। সন্ধ্যার খেলাগুলি শুরু হবে ভারতীয় সময় ৭:৩০ মিনিটে। শারজা ও দুবাই, এই দুটি ভেনুতে খেলাগুলি হবে। ফাইনাল হবে দুবাইয়ে। আগের সূচি অনুযায়ী ৩ অক্টোবর মীরপুরে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্ট সরে গেলেও মেয়েদের টি-২০ বিশ্বকাপের হোস্টিং রাইটস থাকছে বাংলাদেশের হাতেই।
এদিকে, সোমবারই বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ জনের দলে নেতৃত্বে আছেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন। হিলির সহকারী হয়েছেন তাহিলা ম্যাকগ্রা। পেসার ডার্সি ব্রাউন চোটের জন্য মার্চ থেকে মাঠের বাইরে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর জন্য আরও অপেক্ষা করবে। দলে জায়গা হয়নি স্পিনার জেস জোনাসেনের।