প্রতিবেদন : কয়েকদিন থেকেই লাগাতার বৃষ্টি (Rainfall) চলছে দক্ষিণের জেলা জুড়ে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা— এই ত্রিফলায় বিপর্যস্ত আবহাওয়া। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। তবে এখনই অবস্থার পরিবর্তন হচ্ছে না। এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। এই পরিবেশ আপাতত বহাল থাকবে। অর্থাৎ, আরও ভাসতে চলেছে তিলোত্তমা। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। আর দক্ষিণের বাকি জেলাগুলিতে অতি-ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি (Rainfall) হলেও কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তাল থাকবে সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। উত্তরেও চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দুই দিনাজপুর, জলপাইগুড়ির জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।