চাপে পড়ে পিছু হটল বাম-কংগ্রেস

Must read

প্রতিবেদন : ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান করে অশান্তি পাকানোর চক্রান্ত আরএসএস-বিজেপির। আর চাপে পড়ে সেই মিছিল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল বাম-কংগ্রেস (CPM-Congress)। নাম ভাঁড়িয়ে বিজেপির এই উৎশৃঙ্খলাকে বয়কট করা হয়েছে বামেদের তরফে। সোমবার বাম ছাত্র-যুব সংগঠনগুলির তরফেও সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, ছাত্র সমাজের মুখোশ পরে বিজেপির এই নোংরা রাজনীতির শরিক হবে না তারা। সেই সঙ্গে তাঁদের নাম করে সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করা হচ্ছে তারও প্রতিবাদ জানিয়েছে বাম ছাত্র-যুবরা। পাশাপাশি এদিন সাংবাদিকদের সামনে বিজেপির মদতপুষ্ট এই অভিযানে কংগ্রেসের যোগ না দেওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। তাঁর প্রশ্ন হঠাৎ করে কোথা থেকে গজিয়ে ওঠল এই পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ? এদের পরিচয় নিয়েও একাধিক প্রশ্ন তোলেন প্রদেশ সভাপতি।

আরও পড়ুন- বদলাচ্ছে না আবহাওয়া দক্ষিণে জারি থাকবে বৃষ্টি

Latest article