প্রতিবেদন: যেখানে সেখানে যখন তখন আর রিল (Reel) বানানো চলবে না। এ-ব্যাপারে কড়া আইন আনার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। আইন না মানলে ‘রিল’ রাজ্যে প্রবেশ নিষেধ! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই সত্যি হতে পারে এবার৷ দিল্লিতে সরকারি সূত্রে দাবি করা হয়েছে, রাস্তা ঘাটে, ট্রামে-বাসে- চলন্ত গাড়ি বা ট্রেনে, এমনকী উড়ো জাহাজে বসে যখন তখন ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় লঞ্চ করার প্রচলিত ধরনের উপরে এবার নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ জনস্বার্থেই সরকারের তরফে এই পদক্ষেপের ভাবনা বলে দাবি করা হচ্ছে সরকারি সূত্রে৷ এব্যাপারে সংসদে বিল আনার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বিলের খসড়া তৈরির কাজও শুরু করেছে আইন মন্ত্রক৷ মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই বিলটিকে পেশ করা হবে সংসদে৷ চলতি বছরের শেষ দিকে নির্ধারিত সংসদের শীতকালীন অধিবেশনেই সংসদে পেশ করা হতে পারে রিল নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল, এমনই দাবি সরকারি সূত্রের৷ এই বিলকে কেন্দ্র করে যাতে সংসদে সব দলের প্রতিনিধি সাংসদদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ এই মর্মে বিরোধী শিবিরের শীর্ষস্থানীয় সাংসদদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে দুই প্রবীণ মন্ত্রী রাজনাথ সিং ও নীতিন গড়কড়ির কাঁধে৷
আরও পড়ুন-ছাত্র ও সেনার উপর হামলা গ্রামরক্ষী বাহিনীর, আনসার-বিদ্রোহে তোলপাড় বাংলাদেশ
সরকারি সূত্রেই বলা হয়েছে, গত এক বছরে দেশের বিভিন্ন প্রান্তে রিল (Reel) বানাতে গিয়ে প্রাণহানি হয়েছে প্রচুর কিশোর-কিশোরী এমনকী মধ্যবয়স্কদেরও৷ কোথাও মাঝনদীতে দাঁড়িয়ে রিল তৈরির সময়ে বানের জলে ভেসে গিয়েছেন স্বামী-স্ত্রী, কোথাও বা চলন্ত ট্রেনের দরজা থেকে মুখ বাড়িয়ে রিল তৈরি করতে গিয়ে বৈদুতিক খুঁটিতে আছড়ে মৃত্যু হয়েছে ট্রেন যাত্রীর৷ কোথাও আবার দুটি চলন্ত বাইকের উপরে দাঁড়িয়ে রিল তৈরি করতে গিয়ে প্রাণহানি হয়েছে দুই কিশোরের৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই এসেছে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর৷ এর পরেই নড়েচড়ে বসেছে দিল্লি৷ রাস্তা ঘাটে, ট্রামে-বাসে, অন্যান্য যানবাহনে যাতায়াতের সময়ে বা নিজেদের ব্যক্তিগত বাহন ব্যবহার করে প্রাণের ঝুঁকি নিয়ে রিল তৈরি করার প্রবণতা এমনিতে কমবে না, এটা বুঝতে পেরেই নয়া আইনের ভাবনা।