প্রতিবেদন: মাত্র কয়েকমাস আগেই প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ছত্রপতি শিবাজির (Shivaji Maharaj statue) ৩৫ ফুট উঁচু মূর্তি ভেঙে পড়ল সোমবার। মহারাষ্ট্রের মালভান এলাকায় রাজকোট ফোটের এই মূর্তিটি সোমবার দুপুর ১টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। রাজ্যের বিজেপি সরকারকেই এই ঘটনার জন্য দায়ী করে ক্ষোভ উগরে দেয় বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডলে। তাঁর কটাক্ষ, খোকা সরকারের সীমাহীন দুর্নীতি প্রমাণ করছে এই ঘটনা। ছত্রপতি শিবাজি মহারাজের (Shivaji Maharaj statue) প্রতিও এ চূড়ান্ত অবমাননা। গত ৪ ডিসেম্বরই এই মূর্তিটি আবরণ উন্মোচন করেছিলেন নরেন্দ্র মোদি। সেটি আচমকা ভেঙে পড়ায় এর নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের নেপথ্যে কোনও অনিয়ম বা দুর্নীতি ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- রিল তৈরিতে রাশ টানতে নয়া আইনের উদ্যোগ