বাংলাদেশ-আতঙ্ক যোগীর

কিন্তু এই প্রথম মুখ খুলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সেদেশে সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে ঢাকা থেকে উড়ে এসে নেমেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত সেনা এয়ারবেসে৷ তারপর উত্তরপ্রদেশ থেকে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে ভারত সরকারের সেফ হাউসে৷ সেই সময়ে পদ্মাপারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য শোনা যায়নি যোগী আদিত্যনাথের মুখে৷ কিন্তু এই প্রথম মুখ খুলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সেদেশে সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দিনের কবিতা

সোমবার জন্মাষ্টমীতে আগ্রায় এক সমাবেশে আদিত্যনাথ বলেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে নেক রহেঙ্গে৷’ কেন তিনি একথা বলছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আদিত্যনাথের দাবি, আমাদের প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে৷ ওখানে কী হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই৷ এরপরে আমাদের আরও বেশি করে একজোট হয়ে থাকতে হবে৷ ভারতে বাংলাদেশের মতো ঘটনা ঘটতে দেব না৷

Latest article