বাংলাকে অচল করা যাবে না, সর্বোচ্চ সংখ্যক সরকারি বাস থাকবে, জানালেন পরিবহন মন্ত্রী

Must read

মঙ্গলবার নবান্ন অভিযান সম্পূর্ণভাবে ফ্লপ হয় বুধবার ফের ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু এইভাবে বাংলাকে অচল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে এই দিন বাস ট্রাম ট্রেন সব রকম পরিবহন সচল থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) জানিয়েছেন, সবরকম পরিবহন পরিষেবা পাওয়া যাবে। সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার তাদের কোনরকম দুশ্চিন্তা নিয়ে রাস্তায় বেরোতে হবে না।দোকান-বাজার স্বাভাবিক দিনের মতোই খোলা রাখার কথা বলা হয়েছে। রাজ্য জানিয়েছে, তার জন্য কোনওরকম ক্ষতি যদি তাঁদের হয়, সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। এদিকে পরিবহন মন্ত্রী (Snehasis Chakraborty) বলেন, বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি গণপরিবহন স্বাভাবিক থাকবে। সর্বোচ্চ সংখ্যক সরকারি বাস রাস্তায় থাকবে। বেসরকরি বাস- মিনিবাস পরিষেবাও চালু থাকবে। বেসরকারি বাসের কোন ক্ষতি হলেও ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- ‘বাংলাকে অচল করার চেষ্টা অসমর্থনীয়’, সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়

Latest article