সংবাদদাতা, কোচবিহার : বিজেপির কর্মনাশা বন্ধ ব্যর্থ করতে পথে নামল তৃণমূল (TMC)। মঙ্গলবার কোচবিহারে হল বিরাট প্রতিবাদ মিছিল। কোচবিহারের ধলুয়াবাড়ি এলাকায় হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল। ধলুয়াবাড়ি পার্টি অফিস থেকে মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এছাড়াও বড়মরিচা ও শীতলকুচি-সহ জেলা জুড়ে বন্ধের বিরুদ্ধে জনজীবন সচল ও স্বাভাবিক রাখতে মিছিল করে তৃণমূল কংগ্রেস (TMC)। মন্ত্রী উদয়ন গুহ জানান, বুধবার তিনি বন্ধের বিরুদ্ধে সকাল থেকে রাস্তায় নামবেন। এদিকে রাস্তায় বাড়তি সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আগামিকালের ১২ ঘণ্টা অনৈতিক কর্মনাশা বাংলা বন্ধে সকলে মিলে রাস্তায় নেমে স্বাভাবিক রাখতে পথে নামবেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বুধবার সব স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন- বাংলাকে অচল করা যাবে না, সর্বোচ্চ সংখ্যক সরকারি বাস থাকবে, জানালেন পরিবহন মন্ত্রী