প্রতিবেদন : দেশের বিজেপি ও কংগ্রেসশাসিত ১৭টি রাজ্য অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারক ও বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী-আধিকারিকদের বকেয়া মেটায়নি৷ অথচ ব্যতিক্রমী ভূমিকা নিয়ে এই সংক্রান্ত যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের (National Judicial Pay Commission) সুপারিশ মেনেই মেটানো হয়েছে এই টাকা, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য৷ মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে৷ তাঁর সামনে রাজ্যের তরফে সওয়াল করা বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী হলফনামা সহযোগে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান তুলে ধরেন৷ জানান, রাজ্য ইতিমধ্যেই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে৷ রাজ্যের এই সুস্পষ্ট ব্যাখ্যার পরে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
আরও পড়ুন- বিজেপির কর্মনাশা বন্ধ ব্যর্থ করার ডাক দিয়ে পথে তৃণমূল
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতি এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত বেতনের টাকা পাচ্ছেন না, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ন্যাশনাল জাজেস অ্যাসোসিয়েশন৷ এই মামলায় অভিযোগ করা হয়েছিল ১৮টি রাজ্য বকেয়া টাকা মেটাচ্ছে না৷ অথচ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের (National Judicial Pay Commission) সুপারিশ মেনে যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়েছে, নিজের সওয়ালে জানান রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী৷ সোমবারই এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার, জানান তিনি৷ একইসঙ্গে তিনি বলেন, বকেয়া সংক্রান্ত নতুন বিল রাজ্য সরকারের হাতে এলেই সরকার বিল হাতে পাওয়ার চার সপ্তাহের মধ্যে সেই বিলের টাকা দিয়ে দেবে। প্রধান বিচারপতির সামনেই সবাইকে আশ্বস্ত করেন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী৷ রাজ্য সরকার এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে রাজ্যের তরফে এদিন শীর্ষ আদালতে হলফনামাও দেওয়া হয়েছে৷ রাজ্যের অবস্থানে এদিন সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত৷ এর পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, যে ১৮টি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতি ও বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের বর্ধিত টাকা না দেওয়ার, সেই তালিকা থেকে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়া হচ্ছে৷