পানাজি : গোয়ার রাজনীতিতে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। এখানকার গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কান্ডোলকার সস্ত্রীক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সঙ্গে এলেন দলের আরও গুরুত্বপূর্ণ প্রায় ৪০ জনের মতো কর্মী। এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির ব্লক স্তরের বেশ কিছু নেতাও এদিন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোয়ায়। কিরণ কান্ডোলকার সস্ত্রীক দল ছেড়ে নেতা-কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় গোয়ার রাজনৈতিক চালচিত্র অনেকটাই বদলে গেল। তৃণমূল কংগ্রেস যে গোয়ায় তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়েছে এদিনের যোগদান তা প্রমাণ করে দিল। সস্ত্রীক কিরণ কান্ডোলকারের তৃণমূল কংগ্রেস আসা নাড়িয়ে দিয়েছে গোয়ার সব রাজনৈতিক দলকেই। এটা তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক বলেই গণ্য করা হচ্ছে। শনিবার ডোনাপাওলায় ইন্টারন্যাশনাল সেন্টারে গোয়ায় দলের ইনচার্জ মহুয়া মৈত্র, লুইজিনহো ফালেরিও, যতীশ নায়েক-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলের পতাকা গ্রহণ করেন কিরণ কান্ডোলকার সহ বাকিরা।
আরও পড়ুন-বিজেপি বিধায়ক ‘নিখোঁজ’!
গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কিরণ কান্ডোলকার। গোয়ায় তৃণমূল কংগ্রেসই যে একমাত্র বিকল্প, সেকথাও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন সদ্য দলে যোগ দেওয়া সকলে।
এর পাশাপাশি শনিবার সকালে উত্তর গোয়ার কংগ্রেসের সাধারণ সম্পাদক শঙ্কর ফাদতে, মীনাক্ষী মেগু নায়েক ও যুব নেতা নীতেশ পণ্ডিতও যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সব মিলিয়ে এই মূহূর্তে গোয়ার রাজনীতি উত্তাল ও একইসঙ্গে উন্মাদনা তৃণমূল কংগ্রসকে ঘিরে।