বিজেপির হিংসার শিকার, আহত ছাত্রদের বাড়ি ফেরালেন কৈলাস

Must read

বিজেপির কর্মনাশা বনধকে ফুৎকারে উড়িয়ে টিএমসিপির সভায় যোগ দিতে আসার পথে আক্রান্ত দুই কলেজ পড়ুয়া। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ওই দুই ছাত্রের উপর। আরামবাগের ওই দুজন ছাত্রকে হিন্দমোটরে বেধড়ক মারধর করা হয়। এরপরেই তাঁদের চিকিৎসার করিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন হাওড়ার যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র (Kailash Mishra)। স্টেশনে রেল অবরোধ করে ট্রেনে উঠে কলেজ ছাত্রদের ওপর হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী। জখম দুই কলেজ পড়ুয়াকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন কৈলাস মিশ্র (Kailash Mishra)। খবর পেয়েই হাওড়া স্টেশনে গিয়ে আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনেরই চিকিৎসার ব্যবস্থা করান কৈলাস। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর তাঁদের বাড়িতে পৌঁছে দেবারও ব্যবস্থা করেন। কৈলাস জানান, আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই আমি আহত আরামবাগের দুই টিএমসিপি কর্মীর পাশে গিয়ে দাঁড়াই।

আরও পড়ুন- TMCP-র নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হোক, প্রস্তাব অভিষেকের

Latest article