রাজ্যে বিরাট নিয়োগ, জট কেটে ১৪০৫২ শিক্ষকের চাকরি

Must read

প্রতিবেদন : রাজ্যে সুখবর। বিরাট নিয়োগ শিক্ষক পদে। ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ হতে চলছে রাজ্যে। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে ছিল। প্রায় ৮ বছর পর সেই জটিলতা কাটল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন-বিজেপির হিংসার শিকার, আহত ছাত্রদের বাড়ি ফেরালেন কৈলাস

২০১৬ সালে বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ প্রাথমিকে নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়োগ নিয়ে শুরু হয় জটিলতা। মামলা যায় কোর্টে (Calcutta High Court)। দীর্ঘ আট বছর ধরে নানা পথ পেরিয়ে এসে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১,৪৬৩ জনকে তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, এরা প্রত্যেকেই সব ক’টি পর্ব পেরিয়ে এসেছিলেন। তাই অন্তিম তালিকাতে ১,৪৬৩ জনকে যুক্ত করে মোট ১৪,০৫২ জনের কাউন্সেলিং করতে হবে চার সপ্তাহের মধ্যে। কাউন্সেলিং শেষে প্রত্যেককে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Latest article