রিয়াধ, ২৮ অগাস্ট : প্রথম ম্যাচে ড্র করলেও, সোদি প্রো লিগের দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে আল নাসের। আল ফেইয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। আর ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা পেশাদার কেরিয়ারে তাঁর ৮৯৯তম গোল! ম্যাচের পর ৩৯ বছর বয়সি পর্তুগিজ তারকার বার্তা— ‘‘এটা তো সবে শুরু। চলো এগিয়ে যাই আল নাসের।’’
ম্যাচের পাঁচ মিনিটেই রোনাল্ডোর পাস থেকে বল পেয়ে আল নাসেরকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো নিজেই। ৫৯ মিনিটে অবশ্য তালিসকার পাস থেকে বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি সিআর সেভেন। তবে ৮৫ মিনিটে মার্সেলো ব্রোজভিচের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসের। এক মিনিট পরেই আল ফেইয়ার হয়ে ব্যবধান কমিয়েছিলেন ফ্যাশিয়ন সাকালা। কিন্তু ৯৫ মিনিটে ফের তালিসকার গোলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসের।
আরও পড়ুন-রোহিত-বিরাটরা খেলতেই পারত, দলীপ নিয়ে মঞ্জরেকরের তোপে বুমরাও
এদিকে, বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকোতে ২০২৪-’২৫ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স লিগে অসামান্য সাফল্যের জন্য রোনাল্ডোকে সম্মানিত করবে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর মোট গোলসংখ্যা ১৪০টি। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া মোট পাঁচবার তিনি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। সাতবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এক মরশুমে সবথেকে বেশি গোল করার রেকর্ডও রোনাল্ডোর দখলে। এই অনন্য কীর্তির স্বীকৃতি হিসাবে বৃহস্পতিবার উয়েফা প্রসিডেন্ট আলেকজান্ডার সেফ্রিন সুদৃশ্য ট্রফি তুলে দেবেন সিআর সেভেনের হাতে।