প্রতিবেদন : রাজ্যজুড়ে বিলি করা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সারাও মিলছে ব্যাপক। চাহিদা তুঙ্গে।
চলতি বছরের শেষে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিল নবান্ন। শনিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে পয়লা জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। এদিকে এক লপ্তে বহু পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। সেই শিবিরকে কেন্দ্র করেও ব্যাপক সাড়া পড়েছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী বছর পয়লা জানুয়ারি ছাত্রদিবস হিসাবে পালন করা হবে। তার আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি আনতে উদ্যোগী হয়েছে সরকার। অন্যদিকে এক লপ্তে বহু পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এদিন জেলায় জেলায় শিবির করে পড়ুয়াদের হাতে ঋণের কাগজপত্র তুলে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা সহ গোটা রাজ্যে ১৭৬টি শিবিরের আয়োজন করা হয়। জেলা ছাড়াও মহকুমা স্তরে এই শিবিরের আয়োজন করা হয়। একদিনে ১১ হাজারের বেশি পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড বা প্রাথমিক অনুমোদনপত্র ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। একদিনে বিলি হওয়া ঋণের পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকা। বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলে এই ক্যাম্প। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খুব শীঘ্রই রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া নিয়ে। তবে ইতিমধ্যেই মঞ্জুর আবেদনের থেকে বাতিল হওয়া আবেদনের সংখ্যা বেশি। যার জেরে মুখ্যসচিব ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলাশাসকদের নেতৃত্বে একটি করে নজরদারি কমিটি গঠন করতে। যে কমিটি মূলত নজর রাখবে যে আবেদনগুলি বাতিল হচ্ছে এবং যে কারণ দেখিয়ে ব্যাঙ্কগুলি আবেদনপত্র বাতিল করছে সেই কারণ যথাযথ কি না।
আরও পড়ুন : Rahul Dravid : পিচ দেখে দ্রাবিড়ের প্রশ্ন, বল ঘুরবে?
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ফের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে। উলুবেড়িয়ায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পক্ষে প্রধান কার্যালয়ে জেলার ৪১ পড়ুয়ার হাতে শনিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন মন্ত্রী পুলক রায়। ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা। ২৭২ জন পড়ুয়ার আবেদন মঞ্জুর হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে শনিবার এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। আসানসোল মহকুমা শাসকের দফতরেও আয়োজিত হয় শিবির। দুটি শিবিরেই কয়েকশো ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল কার্ড। বাঁকুড়ার জেলা প্রশাসনিক কার্যালয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হল পড়ুয়াদের হাতে শনিবার। এছাড়া নিজের অফিসে ২৪ পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দেন খাতড়ার মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তীও। বাঁকুড়া সদরে ৩১ ও বিষ্ণুপুরে ৩৭ জন পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। বারাসতে জেলাশাসকের কার্যালয়ে উত্তর ২৪ পরগনার ৫ মহকুমার ২৫৬ জন ছাত্রছাত্রীর হাতে শনিবার তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কালনা মহকুমা শাসকের কার্যালয়ে ৪৮ পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে।