ন্যাশনাল টাস্কফোর্সের নির্দেশিকা, সিসিটিভি বাধ্যতামূলক সরকারি হাসপাতালে

এই বৈঠকেই ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে

Must read

প্রতিবেদন: অবিলম্বে দেশের সর্বত্র কর্মরত চিকিত্সক ও চিকিত্সাি কর্মীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দিল ন্যাশনাল টাস্ক ফোর্স৷ বুধবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সিং বৈঠকে বসেছিল ন্যাশনাল টাস্ক ফোর্স৷ এই বৈঠকেই ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ হাসপাতালের যে সব জায়গায় সিসিটিভি নেই, সেই সব জায়গাতেও সিসিটিভি বসাতে হবে অবিলম্বে, নির্দেশ দিয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স৷ সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের সবার পুলিশ ভেরিফিকেশন করাতে হবে, জানানো হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্সের তরফে৷ এর পাশাপাশি সব সরকারি হাসপাতালে প্রতিদিন রুটিন করে নিরাপত্তা রক্ষীদের পেট্রোলিং চালু করতে হবে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স৷

আরও পড়ুন-বন্যা পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকার, মোদিরাজ্যে নামল সেনা

এর পাশাপাশি সব সরকারি হাসপাতালে কর্মরত রেসিডেন্ট চিকিত্সকদের ডিউটির সময় কমাতে হবে, জানানো হয়েছে টাস্ক ফোর্সের তরফে৷ প্রতিটি সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিত্সারকর্মীরা যদি কোনও বিপদে পড়েন, তাহলে তাঁরা যেন তত্ক্ষণাত্‍ বিপদ সঙ্কেত বাজাতে পারেন, তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে, নির্দেশিকায় জানিয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স৷ প্রতিটি হাসপাতালের সঙ্গে যুক্ত কন্ট্রোল রুমের মাধ্যমে রাতদিন করা হবে সিসিটিভি মনিটরিং, সাফ জানানো হয়েছে টাস্ক ফোর্সের তরফে৷ কলকাতার আরজি কর কান্ডের পরিপ্রেক্ষিতে চিকিত্সরক ও চিকিত্সা কর্মীদের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এদিনের বৈঠকে তার বিবরণ তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিরা, দাবি জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে৷

Latest article