বাইডেনকে দুষলেন মার্ক জাকারবার্গ

আমেরিকায় করোনা পরিস্থিতি-সহ নানা বিষয় ‘সেন্সর’ করতে ‘মেটা’কে চাপ দিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

Must read

প্রতিবেদন: বিস্ফোরক অভিযোগ! আমেরিকায় করোনা পরিস্থিতি-সহ নানা বিষয় ‘সেন্সর’ করতে ‘মেটা’কে চাপ দিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসকে পাঠানো চিঠিতে এমন দাবি করেছেন ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গ।

আরও পড়ুন-সংসদীয় কমিটি পুনর্গঠন করতে চিঠি ডেরেকের

হাউসের প্রতিনিধিদের উদ্দেশ্য করে লেখা চিঠিতে জাকারবার্গ লিখেছেন, ২০২১ সালে হোয়াইট হাউস-সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা পরিস্থিতি গোপন করার জন্য ‘মেটা’র উপর চাপ সৃষ্টি করতেন। এছাড়া ‘সেন্সর’ করা হত আরও নানা বিষয়। আমরা রাজি না হলে তাঁরা বিরক্ত হতেন। যদিও শেষ পর্যন্ত কোন কন্টেন্ট রাখা হবে, আর কোনটি হবে না, তা আমরাই ঠিক করতাম, কিন্তু এখন মনে হয় সেসময় আমাদের আরও স্পষ্টবাদী হওয়া উচিত ছিল। আমি দুঃখিত। বাইডেন সরকার যা করেছে তা ভুল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের বিরুদ্ধে এই চিঠি মেটা-কর্তার কোনও বার্তা কিনা তা নিয়ে তুমুল জল্পনা শুরু।

Latest article