গুজরাটে (Gujrat) ভারী বর্ষণে বেশ কয়েকটি শহর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই আটকে যান ভারতীয় স্পিনার রাধা যাদব। পরিস্থিতি সামাল দিতে এনডিআরএফ তাঁকে একটি ‘খুব খারাপ পরিস্থিতি’ থেকে উদ্ধার করেছিল। ভাদোদরায় বিশ্বামিত্রী নদীর ধার ভেঙ্গে স্থানীয় জীবন রীতিমত বিপর্যস্ত। শহরের নীচু এলাকায় জল ঢুকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মধ্যেই ক্রিকেটার রাধা যাদব তার এলাকায় বন্যার একটি ভিডিয়ো শেয়ার করে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) কে তাদের দ্রুত উদ্ধার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে যানবাহন, বিল্ডিং এবং সমস্ত রাস্তা ডুবে গিয়েছে এবং এনডিআরএফ নৌকায় করে লোকজন নিরাপদ সাথে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন-‘হুমকি বা হুঁশিয়ারি নয়’, মিডিয়ার ভুল উপস্থাপন নিয়ে সরব মুখ্যমন্ত্রী
রাধা যাদব এদিন নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতিতে আটকে আছি। আমাদের উদ্ধার করার জন্য আপনাকে অনেক #NDRF ধন্যবাদ।’ চলতি বছরে বর্ষায় দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুজরাটের অবস্থা বেশ সঙ্কটজনক। ভাদোদরা সহ রাজ্যের অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বেশিরভাগ মানুষ গৃহবন্দী।