প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবি নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামিকাল শুক্রবার থেকে টানা কর্মসূচি রয়েছে দলের। শুক্রবার রাজ্যের সমস্ত কলেজের গেটে আরজি করের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের অবস্থান, বিক্ষোভ-সমাবেশ হবে। শনিবার ৩১ অগাস্ট ধর্ষকের শাস্তির দাবিতে ব্লকে ব্লকে (দুপুর ২টো থেকে সন্ধে ৬টা) তৃণমূলের মিছিল, ধরনা কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন-শিল্পীকে ধর্ষণ সিপিএম বিধায়কের, পদত্যাগ দাবি করল শরিক দল
১ সেপ্টেম্বর দোষীদের ফাঁসির দাবিতে দিনভর মহিলারা ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি পালন করবেন। ২৮ অগাস্টের ছাত্রসভা থেকে বিজেপি ও বামেদের নোংরা রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে সর্বোপরি বাংলাকে কালিমালিপ্ত করতে যে-ধরনের কুৎসা, অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়েছেন নেত্রী। সোশ্যাল মিডিয়াতেও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল আসছে ৩ সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে মুখ বুজে একতরফা কুৎসা সহ্য করা করবে না তৃণমূল কংগ্রেস, সে বার্তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।