নিশিরাতে সে আসত। আর তখন কেউ পিছন ফিরলেই ঘটে যেত বিপদ। গ্রামের লোকেরা তাই বাড়ির দেওয়ালে লিখে রাখতেন ‘ও স্ত্রী কাল আনা’। এই দেওয়াল লিখনের আতঙ্কে ২০১৮ সালে কেঁপেছিলেন আপামর সিনেমাপ্রেমী দর্শক। হাড়হিম করা আতঙ্কে ঘুম উড়েছিল চান্দেরি গ্রামের বাসিন্দাদের আর সেই সঙ্গে দর্শকদেরও। সেই গ্রামে রাত হলেই ঘুরে বেড়াত মহিলা ভূত। তার যত আক্রোশ সেই গ্রামের পুরুষদের ওপরেই। তাদের উপর পিছন থেকে অতর্কিতে আক্রমণ চালাত। পুরুষের কাছে উপেক্ষিত, সম্মান না পাওয়া সেই ভূত চেয়েছিল ভালবাসা। তাকে প্রতিহত করতে গোটা গ্রাম বাড়ির বাইরে লিখে রাখত আজ নয় তুমি কাল এসো। সেই ভূত রোজ এসে দেখত, তাকে কাল আসতে বলা হচ্ছে আর এই করে পেরিয়ে যেত একটা করে দিন। কিন্তু এর মাঝে কোনও পুরুষ একটু অসতর্ক হলেই ছিল না রক্ষে। মনে পড়ছে নিশ্চই ২০১৮-র সুপারহিট ছবি ‘স্ত্রী’র কথা। সেই ছবিতে রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুরের জমাটি অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। কারণ বলিউডের মূলধারার ছবির পাশে এই হরর কমেডিটি ছিল এক দমকা বাতাস। ফলে বক্স অফিসে হিট করতে সময় লাগেনি।
কাটা চুলের বিনুনি নিজের ব্যাগে ভরে সেই ‘স্ত্রী’ ওরফে শ্রদ্ধা কাপুর উঠে বসল বাসে— ছবির শেষ দৃশ্যেই পরিচালক দিয়েছিলেন সিক্যুইলের ইঙ্গিত। গত বছরের শেষাশেষি থেকে শোনা যাচ্ছিল ‘স্ত্রী’র সিক্যুইল আসতে চলেছে। অবশেষে পরিচালক প্রায় ছ-বছর পেরিয়ে বড়পর্দায় আনলেন ‘স্ত্রী ২’ (Stree 2)। তবে এবার আর পুরুষদের ভয় নেই, ভয় মেয়েদের। আর সেই মেয়েদের রক্ষাকর্ত্রী হল ‘স্ত্রী ২’। তাই গ্রামের দেওয়ালে আর তাকে তাড়াতে কেউ লেখে না ‘ও স্ত্রী কাল আনা’ পরিবর্তে রয়েছে গ্রামের বাইরে গড়া এক নারীমূর্তি যার পাশে লেখা থাকে ‘ও স্ত্রী রক্ষা করনা’। হ্যাঁ এবার সে পুরুষতন্ত্রের শিকল ভেঙে নারীদের সম্মান, সম্ভ্রম, জীবন রক্ষা করবে। এহেন মহিলা ভূতের ভূমিকায় আগের ‘স্ত্রী’তে ছিলেন ফ্লোরা সাইনি আর ‘স্ত্রী ২’-এ এই চরিত্রে দেখা যাবে ভূমি রাজগোরকে।
‘স্ত্রী ২’ গল্পের পটভূমি সেই চান্দেরি গাঁও। চান্দেরিতে আবার বিপদ। এবার ভয় সেই গ্রামের মেয়েদের। অজানা কিছু একটা মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। এক রাতে বিট্টুর প্রেমিকাকে টেনে নিয়ে যায় কেউ। খুঁজতে গিয়ে জানা যায় স্কন্ধকাটা এক ভূত তাকে নিয়ে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সেটা বিশ্বাস করতে শুরু করে সকলে। সেই মুণ্ডহীন ভুতের নাম ‘সরকটে’। যে স্কন্ধকাটার টার্গেট শহুরে, আধুনিক মহিলা। কারণ মহিলা শিক্ষিত এবং আধুনিকা হলেই সংসারের সর্বনাশ, তাই, রাতের বেলা সেইসব মহিলাকে অপহরণ করে এই ভূত নারীশক্তিকে পরাস্ত করতে এবং নিজের মন্ত্রগুহায় সাদা থান পরিয়ে বন্দি করে রাখে। এই গল্পের মূল ভাবনা এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের লড়াই। যে লড়াইতে একটা সময় দেখা যায় গোটা গ্রামের মহিলারা প্রতিবাদী হয়ে দরজা, তালা, ছিটকিনি ভেঙে লাল শাড়ি পরে দলে দলে বেরিয়ে পড়ছে রাস্তায় ‘স্ত্রী’র কাছে প্রার্থনায়। স্ত্রী-এর সিক্যুয়েল আসলে সমগ্র মহিলাদের লড়াই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে। পারবে কি তারা সেই লড়াইয়ে জিততে?
কিন্তু এমন সফল ছবির সিক্যুইল আসতে ছ-বছর কেন অপেক্ষা করতে হল? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সাংবাদিকদের বলেন, ‘চিত্রনাট্যের বিষয়ে আমি খুবই খুঁতখুঁতে। তাই একটু সময় লাগল। ছবির ক্ষেত্রে আমি একটু বুঝে সিদ্ধান্ত নিই। কারণ মন থেকে অভিনয় করি। তাই সেরা চিত্রনাট্যের অপেক্ষায় থাকি। সেই কারণেই একটু দেরি হয়েছে।’
আরও পড়ুন-রূপান্তরকামীদের প্যান কার্ড
পরিচালক অমর কৌশিকের হরর কমেডি ‘স্ত্রী ২’ (Stree 2) আবার সুপারহিট। বক্স অফিসে তুলেছে ঢেউ। কারণ গোটা বিশ্বে স্ত্রী ২-এর বক্স অফিস কালেকশন ইতিমধ্যে ছাড়িয়ে গেছে ৫০০ কোটির ঘর। ৬০০ কোটি পেরতে আর খুব বেশি দেরি নেই। প্রথমদিন থেকেই নজির গড়েছে ছবিটি। প্রথম দিন এই ছবির আয় হয়েছিল ৫৫ কোটি ৪০ লক্ষ টাকা। দেখতে গেলে সেই নিরিখে ছবিটি ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’, ‘কেজি এফ টু’, ‘ওয়ার’-এর মতো ছবির আয়কে অনায়াসে টপকে গেছে। ছবির এই বক্স অফিস সাফল্য সম্পর্কে অভিনেতা রাজকুমার রাও বলেন, ‘আমার কাছে বক্স অফিসের সাফল্যটাই সব থেকে বড় নয়। বরং সারা দিন শ্যুটিং সেরে এসে যদি মনে হয়, ভাল কিছু করলাম, সেটাই সাফল্য। তার উপরে যদি ছবি বক্স অফিসে সাফল্য পায়, তা হলে তা অবশ্যই উপরি পাওনা।’ যদিও
শ্রদ্ধার এই বিষয়ে ভিন্ন মত। তাঁর যথেষ্ট আত্মবিশ্বাস কারণ তিনি ব্যর্থতাকেই বেশি প্রাধান্য দিতে চান। তাঁর মতে, ব্যর্থতা আসলে সাফল্যেরই আর একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ, ব্যর্থতা না থাকলে সাফল্যের আনন্দ কোথায়!
‘স্ত্রী ২’-এর (Stree 2) চিত্রনাট্যকার হলেন নীরেন ভাট। সঙ্গীত পরিচালক সচিন-জিগর। সুরকার অমিতাভ ভট্টাচার্য। গোটা ছবির আবহ সঙ্গীত করেছেন জাস্টিন ভার্গিস। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর ছাড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী এবং বিজয় রাজের মতো অভিনেতাদের। এছাড়া এই ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান ও অক্ষয়কুমার। সাফল্যের দিক থেকে ‘স্ত্রী ২’ যে অনেক ছবির রেকর্ড ভাঙতে চলেছে তা বলাই বাহুল্য।