সেমেস্টার পদ্ধতির কোনও পরীক্ষাতেই ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর (Calculator)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটর নিষিদ্ধ।
আরও পড়ুন-চাদর নিয়ে মিথ্যাচার, ব্যাখ্যা দিলেন পুলিশকর্তা
তবে, ছাড় পাবেন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তাঁরা তাঁদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সংসদের এক কর্তা জানান, সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চলে, সেখানে কোথাও ক্যালকুলেটরের (Calculator) ব্যবহার নেই।
সমস্ত পরীক্ষার্থীকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে কোনও ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। যদি কোনও পরীক্ষার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া যায় তবে তাঁকে শাস্তি পেতে হবে।