দক্ষিণ দিনাজপুরের আদিবাসী নির্যাতিতা স্কুল ছাত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)৷ শুক্রবার দুপুরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘিতে গঙ্গারামপুর হাসপাতালে যান। সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। এদিন মন্ত্রীর সঙ্গে গঙ্গারামপুর হাসপাতালে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি স্নেহলতা হেমরম।
আরও পড়ুন- মেঘালয় বিধানসভা উপনির্বাচনে সাধিয়ারানিকে প্রার্থী করল তৃণমূল
নির্যাতিতাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) বলেন, এর কোন ভাষা খুঁজে পাচ্ছি না, দেখে সত্যি খারাপ লাগছে, যারা এই ধরনের কাজ করে তাদের না তো কোন ধর্ম হয়, না রঙ হয়, না কিছু হয়, এরা মানুষ নামের কলঙ্ক, আমরা সবাই মিলে চাই যে দোষী সে কঠোর শাস্তি পাক। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা প্রসঙ্গে এদিন বীরবাহা হাঁসদা-কে প্রশ্ন করা হলে তিনি নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন তারা সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়াবেন কারণ তারা চায় দোষীরা সাজা না পাক এবং রাজনীতি করতে গিয়ে সব জায়গায় আমরা দেখছি ডামাডোল হয়ে যাচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে না। তিনি বলেন আমরা এই জায়গায় মানবিকতার খাতিরে সবাইকে অনুরোধ করেছি এবং আমরা নিজেরা চাই রাজনীতি না করে যে দোষী সে কঠোর শাস্তি পাক। আশ্বাস দিয়ে বীরবাহা বলেন আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি বিচার হয়।