‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ধন্য
দোহাই শাসক বাবুদের!
কৃষকদের প্রাণে মেরো না
ওদের জমি কেড়ো না
ওদের রুজি রোজগার ওদের প্রেরণা।।
কোরো না ওদের বঞ্চনা
নাইবা করলে ছলনা
ওদের মতো ওদের বাঁচতে দাও না।।
কেন ওরা অপরাধী
কেন শিকলে বধি
ওদের জন্য কেন শাস্তি মহৌষধি।।
জীবন-জীবিকার সাধি
কোমরে কাপড় বাঁধি
রুটি-রোজগার একমাত্র জীবনের সমৃদ্ধি।।
তবু কে করলো ছারখার
কাঁদে ওদের সংসার
চিন্তায় চিন্তায় এক হয়েছে মাংস আর হাড়।।
সকাল রাত্রি অনাহার
চিন্তায় হয়েছে আহার
কেন কেড়ে নেবে ওদের শান্তির সংসার।।
ওদের ফসল অনন্য
সফলতায় ওরা ধন্য
তবু কেন কাড়বে ওদের অন্ন?
ধানে ওরা ধন্য
শস্যে ওরা সম্পূর্ণ
কোরো না ওদের জীবনকে জঘন্য।।
জীবন জীবিকা ফিরিয়ে দাও
বাঁচার মতো বাঁচতে দাও
অন্ধকারের প্রাচীর সরিয়ে নাও।
বিচার দাও, বিচার দাও
শান্তিতে ওদের বাঁচতে দাও
পেটের ভাত কেড়ো না, বাঁচতে দাও।।
কৃষকরা আমাদের সম্পদ
চায় না ওরা কোনও পদ
খাদ্য জোগানে ওরা লাবণ্য নদ।।
কোরো না ওদের দগ্ধ
রেখো না কোনও ধন্দ
নিভিয়ে দিও না ওদের সুগন্ধ।।
কোরো না ওদের রিক্ত
আজ ওরা অশ্রুসিক্ত
জমি চলে গেলে হয়ে যাবে অভুক্ত।
করো ওদের সিক্ত
ওরা হোক আপ্লুত
ওদের লড়াই বাঁচার লড়াই হোক না যতোই শক্ত।।