চিত্তরঞ্জন খাঁড়া
একটি দলের সামনে খেতাব ধরে রেখে রেকর্ড ১৮বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অন্য দলটির কাছে প্রথমবার ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ। বৈপরীত্য রয়েছে শনিবাসরীয় যুবভারতীর ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থইস্ট ইউনাইটেডের লক্ষ্যে। প্রি-সিজন টুর্নামেন্ট। তাই নিজেদের উপর চাপ নিচ্ছে না দুই শিবির। তবু মরশুমের প্রথম ট্রফি জিতেই আইএসএলে পা রাখতে চাইছে দুই শিবির।
মহারণে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াইয়ের দিকেও নজর থাকবে। ফাইনালের আগের দিন প্রথাগত সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জোসে মোলিনার সঙ্গে দেখা হয়ে যায় নর্থইস্টের জুয়ান পেদ্রো বেনালির সঙ্গে। দুই স্প্যানিশের খুনসুটি চলল। একইসঙ্গে মাঠের যুদ্ধে পরস্পরকে টেক্কা দিতে নিজেদের অস্ত্রে শান দিয়ে রাখলেন দুই ম্যানেজার।
আরও পড়ুন-আইন ভাঙার পাশাপাশি কাজে গাফিলতি, ৯৩ চিকিৎসককে শোকজ স্বাস্থ্য দফতরের
ধারে-ভারে মোহনবাগান এগিয়ে থেকেই নামবে মেগা ফাইনালে। তার উপর নিজেদের মাঠে যুবভারতীর গ্যালারির সমর্থন অ্যাডভান্টেজ দিমিত্রি পেত্রাতোসদের। কিন্তু পেশাদারিত্বের বর্ম গায়ে চাপিয়ে মোলিনা সাফ জানিয়ে দিলেন, তাঁর দল ফেভারিট নয়। এই ম্যাচে ঘরের মাঠের সুবিধাও তাঁরা খুব একটা পাবে না। মোহনবাগান কোচের কথায়, ‘‘ঘরের মাঠে সমর্থকদের সামনে ফাইনাল খেলতে পেরে ভাল লাগছে। কিন্তু ফাইনালে নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধা আমরা পাব না। আমরা ফেভারিট নই। কারণ, ম্যাচটা এগারো জন বনাম এগারো জনের। নর্থইস্ট শক্তিশালী দল। ম্যাচটা কঠিন হবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার চাপও থাকে। তবে চাপ সামলানোর ব্যাপারে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট অভিজ্ঞ।’’
আরও পড়ুন-ফের ফোনে নজরদারি? কেন্দ্রকে তুলোধোনা তৃণমূলের
কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেনাল্টি শুটআউটে জিতে ফাইনালে উঠেছে দল। রক্ষণের ভুলে পিছিয়ে পড়েও পরপর দুটো নক আউট ম্যাচ বের করার তৃপ্তির থেকেও চিন্তা বেশি মোলিনার। দু’দিনের অনুশীলনে রক্ষণে ফাঁকফোকর ভরাটের কাজ করেছেন। প্রতিপক্ষের গতি ও আক্রমণভাগের প্রশংসা করে মোহনবাগান কোচ বলছেন, ‘‘নর্থইস্টের উইং শক্তিশালী। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদেরও পাল্টা রণকৌশল থাকবে।’’ পরপর টাইব্রেকারে জিততে হলেও ফাইনাল ৯০ মিনিটেই শেষ করতে চান মোলিনা।
গ্রেগ স্টুয়ার্ট নিজে চান শুরু থেকে খেলতে। কিন্তু মোলিনার অনুশীলন দেখে মনে হয়েছে, ফাইনালেও স্কটিশ তারকাকে পরিবর্ত হিসেবে খেলতে দেখা যেতে পারে। দিমিত্রি ও জেসন কামিন্স জুটিকে সামনে রেখেই হাইল্যান্ডারদের বাধা টপকে মোহনবাগান কোচ হিসেবে প্রথম ট্রফি জিততে চান বাগানের নতুন স্প্যানিশ বস। শুক্রবার ক্লাব মাঠে অনুশীলনেও খোশমেজাজে দেখা গিয়েছে মোহনবাগান কোচ, ফুটবলারদের। সমর্থকরাও অনুশীলন দেখতে এসে স্টুয়ার্ট, কামিন্সদের কাছে গোলের আবদার করলেন।