আটক আইপ্যাক সদস্যদের মুক্ত করতে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সে রাজ্যে সমীক্ষার কাজে যাওয়া আইপ্যাক কর্মীদের আটকে রেখেছে বিপ্লব দেবের বিজেপি সরকার। বাংলায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর কার্যত তৃণমূল-ফোবিয়ায় ভুগছে ত্রিপুরার বিজেপি।
সেজন্য সমীক্ষার কাজে বাধা দিতে রাজ্যের বিজেপি সরকারের নির্দেশে রবিবার থেকে আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রেখেছে পুুলিশ । আইপ্যাক সদস্যদের আটকে রাখার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ত্রিপুরা যাওয়ার কথা অভিষেকের।
আরও পড়ুন: “আমি মুখ নই, ফলোয়ার”, জোট নিয়ে বললেন নেত্রী
এদিকে, বুধবার আইনমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাচ্ছেন। সেখানে পৌঁছেই আটক ২৩ জনের দলটিকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। জানা গিয়েছে, সকাল ৯.২০ মিনিটে কলকাতা থেকে বিমান ধরবেন ব্রাত্য বসুরা। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলকে ভয় পেয়েই আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুুলিশ৷ রাজ্য সরকারের অগণতান্ত্রিক আচরণের কড়া নিন্দা করেছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস লাল সিং।
আরও পড়ুন: আগামিকাল বিকেলে সোনিয়ার সঙ্গে বৈঠক, জানালেন মমতা
আটকে রাখার বিরোধিতা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। প্রতিবেশী রাজ্যে বিজেপি সরকারের এই কাণ্ড নিয়েই এবার আসরে নামছেন বাংলার তৃণমূলের নেতা-মন্ত্রীরা। যদিও এই পরিস্থিতিতেও ত্রিপুরায় থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপ্যাক। আইপ্যাকের তরফে জানানো হয়েছে, তারা হোটেলে থেকেই কাজ চালিয়ে যেতে চায়। বিপ্লব দেবের সরকারের কোনও চাপের কাছে নতিস্বীকার করবেন না কর্মীরা। বরং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আইপ্যাক যে সমীক্ষার কাজ শুরু করেছে, তা তারা চালিয়ে যাবে। রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবারও পরিস্থিতি বদলায়নি। গত সপ্তাহ থেকে ওই হোটেলে থেকেই আইপ্যাকের ২৩ জনের প্রতিনিধিদল রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চালাচ্ছিল। ত্রিপুরা পুলিশের অভিযোগ ছিল, করোনা সংক্রমণের সময় বাইরের রাজ্য থেকে ওই ২৩ জন এসেছেন। তাই তাঁদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে। অথচ ত্রিপুরায় যাওয়া আইপ্যাক কর্মীদের ‘কোভিড নেগেটিভ’ রয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরায় প্রতিবাদ দিবস পালন করে দল।