রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ (Manoj Pant)। তিনি ভগবতী প্রসাদ গোপালিকার স্থলাভিসিক্ত হলেন। লোকসভা ভোটের মধ্যেই ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু ভোট চলাকালীন কেন্দ্রের অনুমোদন ক্রমে তাঁর মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। সেই তিন মাসের বর্ধিত মেয়াদ শেষ ৩১ অগাস্ট, শনিবার শেষ হয়েছে। সেকারণে বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন- ১০ বছরে আটগুণ বেড়েছে! ৮৩ হাজার মামলা ঝুলে সুপ্রিম কোর্টে
গতকালই মনোজ পন্থকে (Manoj Pant) অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পদ থেকে সেচ দফতরের সচিব পদে বদলি করা হয়। তিনি ১৯৯১ ব্যাচের আইএসস আধিকারিক। প্রশাসনিক সূত্রে খবর, বিপি গোপালিকার মেয়াদ আরও ৩ মাসের চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিল রাজ্য। কিন্তু সে ব্যাপারে কেন্দ্রের অনুমোদন মেলেনি। আজ সন্ধেয় নতুন মুখ্যসচিবের হাতে দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী মুখ্যসচিব বিপি গোপালিকা।