প্রতিবেদন : শুধু বাংলা নয়, গোটা বিশ্ব তথা দেশে প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ-প্রসঙ্গে নারী-সুরক্ষার দাবিতে সুর চড়িয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল। ধর্ষণ বা নারীনির্যাতন শুধু বাংলার ইস্যু নয়। এটা দেশ তথা বিশ্বে একটা সামাজিক সমস্যা। এ-প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। তিনিও আমাদের মতো আরজি করের ঘটনায় উদ্বিগ্ন। তাই তিনি অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। তিনি সারা দেশ তথা বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন।
আরও পড়ুন- বিজেপির উসকানিতে খুন বাংলার শ্রমিক, উত্তাল দেশ
কারণ এই ধর্ষণ-খুন সামাজিক সমস্যা। তাই সর্বত্র প্রতিবাদ দরকার। শুক্রবার প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান নিয়ে কুণাল ঘোষের আর্জি ছিল, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিক নিয়ে হিন্দিতে গান হয় না। অরিজিৎ সিংয়ের আরজি করের গান নিয়ে প্রতিবাদ জানালেও, শনিবার শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) প্রতিবাদী সত্তাকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন সাংসদ। সেই বার্তাই তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। শনিবার সকালে এক বিবৃতিতে শ্রেয়া ঘোষাল লেখেন, কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, সেটা ভীষণভাবে আমাকে নাড়িয়ে দিয়েছে। একজন নারী হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। কুণাল ঘোষ বলেন, ধর্ষণ যে একটি সামাজিক সমস্যা, শুধু বাংলার সমস্যা নয়, তা মেনেছেন শ্রেয়া ঘোষাল। সেই কারণেই তাঁর অবস্থানকে সাধুবাদ।