প্রতিবেদন : বিজেপির আশ্রয়ে থাকলেই সাত খুন মাফ! স্রেফ বিজেপির আশ্রয়ে আছে বলেই ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্ত পার পেয়ে যায়। তার হয়েও শাস্তি লঘু হয়ে যায়! আইআইটি বিএইচইউ-তে (Banaras Hindu University) গণধর্ষণের ঘটনায় দুই অভিযুক্ত চরম শাস্তির বদলে তাই জামিন পেয়ে গেল। তৃণমূল এই প্রসঙ্গে বিজেপিকে ধিক্কার জানায়। ধিক্কার জানায় তাদের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে।
তৃণমূল সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠে আইআইটি বিএইচইউ-তে (Banaras Hindu University) গণধর্ষণের ঘটনায় দোষীরা জামিন পেয়ে যাওয়ায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল লেখে, বাহ্! বিজেপির আশ্রয়ে থাকলেই সাত খুন মাফ, শাস্তি লঘু হয়ে যায়। ধর্ষণের ঘটনায় চরম শাস্তি বদলে যায় জামিনে। প্রশ্ন ওঠে, আইআইটি বিএইচইউ-তে গণধর্ষণের ঘটনায় যুক্ত নিগ্রহকারীদের দু’জন সাত মাস পর জামিন পেয়ে গেলেন কী করে, কেন তারা জামিন পেলেন? তবে কি বিজেপির আইটি সেলের খোদ অমিত মালব্য তাদের যুক্ত করেছিলেন বলেই, সাত খুন মাপ? শত ধিক্কার বিজেপি। দেশের কলঙ্ক আপনারা। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে গণধর্ষণে অভিযুক্ত দুই যুবকের। বিজেপি ধর্ষকদের রক্ষা করছে। তারা এভাবেই ধর্ষক ও অপরাধীদের পুরস্কৃত করে।