মুম্বই, ৩১ অগাস্ট : আগামী বছরের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের পাশাপাশি আরও একটি নিয়ম নিয়ে কাটাছেঁড়া চলছে। সেটা হল এক ওভারে জোড়া বাউন্সার। শেষ পর্যন্ত এই নিয়ম উঠে গেলে, সমস্যা বাড়বে বোলারদের। আগামী সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। সেখানেই ইমপ্যাক্ট প্লেয়ার এবং জোড়া বাউন্সার নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বোর্ড সূ্ত্রের খবর।
প্রসঙ্গত, এই দু’টি নিয়মই প্রথমে চালু হয়েছিল ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। পরে তা চালু হয় আইপিএলে। কিন্তু মাত্র এক বছর কাটতে না কাটতেই এই দুই নিয়ম চালু রাখা নিয়ে দ্বিধায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই নিয়মের কোনও অস্তিত্ব নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ইমপ্যাক্ট প্লেয়ার ও জোড়া বাইন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন-শ্বশুরবাড়িতে ‘লঙ্কাকাণ্ড’ নরাধম জামাইয়ের, মৃত ৫, আহত ৭ জন
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছে। জাহির খান, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা এই নিয়ম চালু রাখার পক্ষে। আবার জাতীয় দলের টেস্ট এবং একদিনের ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের বিপক্ষে। অন্যদিকে, এক ওভারে জোড়া বাউন্সার চালু হওয়ার পর অধিকাংশ তারকাই এই নিয়মকে স্বাগত জানিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, এতে ব্যাটার ও বোলারদের মধ্যে লড়াইয়ে ভারসাম্য ঠিক থাকবে।