প্রতিবেদন : গত তিনবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। এবার সুপার সিক্সে উঠে খেতাব রক্ষার লড়াইয়ে তারা নামতে পারবে কি না, তা ঠিক হয়ে যাবে রবিবাসরীয় দুপুরে। নৈহাটি স্টেডিয়ামে মহামেডানের অবনমনের আওতায় থাকা মেসারার্স ক্লাব। ‘এ’ গ্রুপে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মহামেডান রয়েছে তৃতীয় স্থানে। ৩২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে আগেই সুপার সিক্সে চলে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সুরুচি সংঘ রয়েছে গ্রুপে দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড স্পোর্টসের সামনেও রয়েছে সুপার সিক্সে ওঠার হাতছানি। ‘এ’ গ্রুপে বাকি দু’টি জায়গার জন্য লড়াই মহামেডান, সুরুচি ও ইউনাইটেড স্পোর্টসের মধ্যে।
আরও পড়ুন-নর্থ চ্যানেল জয় সায়নীর
মহামেডান বনাম মেসারার্স ছাড়াও রবিবার এই এই গ্রুপে আরও দুটো ম্যাচ রয়েছে। সুরুচি খেলবে আর্মি রেডের বিরুদ্ধে। ইউনাইটেড স্পোর্টসের প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং। মহামেডানকে শুধু জিতলেই হবে না। সুরুচি ও ইউনাইটেড স্পোর্টসকেও পয়েন্ট নষ্ট করতে হবে। মহামেডান এবার একঝাঁক তরুণ ফুটবলারকে খেলাচ্ছে লিগে। ইসরাফিল দেওয়ান, মহীতোষ রায়, দীপু হালদাররা আত্মবিশ্বাসী মহামেডানকে সুপার সিক্সে তুলে খেতাবি লড়াইয়ে রাখার ব্যাপারে।