সোমবারের সকালে এজেসি বোস ফ্লাইওভারে (AJC Bose) মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির। আজকের এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। কয়েকজনের আঘাত গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরানো হচ্ছে গাড়িদুটিকেও। এজেসি বোস ফ্লাইওভার ধরে পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে আসছিল একটি টাটা সুমো। সেই সময় গাড়িতে ছিলেন একটি তথ্য প্রযুক্তি সংস্থার ৯-১০জন কর্মী। হঠাৎই উল্টোদিক থেকে একটি টাট নেক্সন গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে সুমোটিকে।
আরও পড়ুন-ত্রিপুরায় কিশোরীকে চরম যৌন হেনস্থা, গোপনাঙ্গে ফুটন্ত জল ঢালা হল
দুটি গাড়িরই গতি বেশি থাকায় দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট গাড়িটি। সামনের সিটে এয়ারব্য়াগও বেরিয়ে এসেছে। তথ্য প্রযুক্তির সংস্থার কর্মীরা সকলেই আহত হয়েছেন। উল্টোদিক থেকে আসা গাড়ির চালক ও যাত্রীও আহত হয়েছে। কয়েকজনেরর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-শৌচাগারে বোমার চিঠি! দ্রুত অবতরণ ইন্ডিগোর উড়ানের
সুমোর চালকের যদিও দাবি, নেক্সন গাড়িটি ভুল দিক থেকে আসছিল। পার্ক সার্কাসের দিক থেকে ফ্লাইওভারে ওঠে ভুল লেনে ঢুকে ধাক্কা মারে টাটা সুমোয়। উল্টো দিক থেকে আসা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও মনে করা হচ্ছে। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।