অবশেষে ঘটনার ২৬ দিনের মাথায় গ্রেফতার করা হল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। সোমবার, সিজিও কমপ্লেক্সে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে রাত ৮টায় সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিদিনের মত সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ। সেখানে টানা সাড়ে ৯ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তার পরেই তাঁর গ্রেফতারির খবর জানানো হয়।
আরও পড়ুন-কোচবিহারে জেলাশাসকের দফতরে বিজেপির হামলা, গ্রেফতার নিশীথ-সহ একাধিক
প্রসঙ্গত, ১৬ অগাস্ট থেকে লাগাতার আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে লাগাতার ডেকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০ অগাস্ট পর্যন্ত তাঁকে ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হলেও, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় কী পদক্ষেপ করা হল, সেদিকে তাঁদের নজর থাকবে।