হায়দরাবাদ, ২ সেপ্টেম্বর : মঙ্গলবার থেকেই ভারতীয় ফুটবলে শুরু হচ্ছে মানোলো মার্কুয়েজ যুগ। আন্তঃমহাদেশীয় কাপে ভারতের সামনে মরিশাস। সুনীল ছেত্রী অবসর নিয়েছেন। তাই বহু বছর পর সুনীলকে বাদ দিয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল।
হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে ত্রিদলীয় আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট। পাঁচ বছর আগে যে শহরে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু হয়েছিল, সেই হায়দরাবাদে জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক ঘটবে মানোলোর। স্প্যানিশ কোচ সোমবার সাংবাদিক বৈঠকে বলে দিলেন, ‘‘আমি উত্তেজিত। হায়দরাবাদে জাতীয় কোচ হিসাবে প্রথম ম্যাচ খেলতে পেরে খুশি।’’ ফিফা র্যা ঙ্কিংয়ে প্রতিপক্ষ মরিশাস অনেকটাই পিছিয়ে। তবুও গুরপ্রীত সিংদের কোচের বক্তব্য, ‘‘প্রস্তুতির খুব একটা সুযোগ পাইনি। প্রথম ম্যাচের আগে মাত্র দুটো প্র্যাকটিস সেশন পাচ্ছি। ফুটবলারদের মানসিকতা কেমন, তার উপর নির্ভর করতে হচ্ছে। তবে আমি আত্মবিশ্বাসী। আর সূচি নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। কারণ ওটা আমার হাতে নেই।’’
আরও পড়ুন-ডার্বি জিতল মোহনবাগান
মরিশাস ছাড়াও এই টুর্নামেন্টে সিরিয়ার সঙ্গে খেলবে ভারত। যারা আবার র্যা ঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে। মানোলো বলছেন, ‘‘আমার কাছে এই টুর্নামেন্ট আগামী বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির মঞ্চ। আগামী মাসে ভিয়েতনামে ত্রিদেশীয় টুর্নামেন্ট রয়েছে। তারপর নভেম্বরে ফিফা উইন্ডো।’’ মানোলো আরও জানিয়েছেন, আগামী তিন মাসে তিনি নিজের দলকে গুছিয়ে নিতে চান। তাঁর বক্তব্য, ‘‘আমার লক্ষ্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভাল ফল করা। আগামী বছরের মার্চে প্রথম ম্যাচ। তার আগে দলকে গুছিয়ে নিতে চাই।’’