প্রতিবেদন : শনিবার বিকেলে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেই ক্লিপে সাংসদ এ রাজ্যে দলের ভবিষ্যৎ ও নেতাদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। যা ঘিরে ইতিমধ্যে তোলপাড় বঙ্গ বিজেপি। অডিও ক্লিপটি সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন-ঘরেই বয়কট বিজেপি, না জানিয়ে কমিটি, দলেই বিক্ষোভ চরমে,অনুপস্থিত অনেকে
তাদের দাবি, ওই অডিও ক্লিপটি ভুয়ো। ওখানে যাঁর গলা শোনা গিয়েছে তিনি আদতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নন, অন্য কেউ। তবে মজার কথা, যাঁর গলা বলে অভিযোগ উঠছে, গোটা ঘটনায় তিনি কিন্তু আগাগোড়াই নীরব। গত ২৪ ঘণ্টায় ওই অডিও ক্লিপ নিয়ে গেরুয়া শিবির তোলপাড় হলেও খোদ সৌমিত্র কিন্তু স্পিকটি নট। তিনি এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন-Tripura : ত্রিপুরায় সায়নীর জিজ্ঞাসাবাদ চলাকালীন থানায় হামলা বিজেপির
ফলে ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে সন্দেহ ক্রমশ বাড়ছে। ছড়িয়ে পড়া সেই অডিওতে এ রাজ্যে আগামী লোকসভা ভোটে বিজেপির ফলাফলের পূর্বাভাস দিতে শোনা গিয়েছে সৌমিত্র খাঁকে। “আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে।” এমন কথাও শোনা গিয়েছে ওই ক্লিপে। অবশ্য প্রকাশ্যে আসা ওই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করা হয়নি। শনিবার সন্ধ্যায় আচমকাই এই ক্লিপ প্রকাশ্যে আসে। ফোনের একপ্রান্তে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রয়েছেন বলে দাবি করা হয়। সেই ফোনালাপে দলের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সৌমিত্র খাঁ বলে দাবি করা ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে। দলে যা চলছে, তা ভাবা যায় না।
আরও পড়ুন-Tripura: ত্রিপুরায় হঠাৎ গ্রেফতার সায়নী, আগামিকাল সকালেই ত্রিপুরা পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কট্টর বিরোধীদের সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রিত্ব পাওয়া চারজনের বিরুদ্ধে ক্ষোভও শোনা গিয়েছে। রাজ্যে বিজেপির চার মন্ত্রীর মধ্যে লোকসভা ভোটে জিতবেন কেবল শান্তনু ঠাকুর। এমনও দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপে। ফোনে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগা হয়েছে। বলা হয়েছে, দিলীপ ঘোষ নিজের কেন্দ্রে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছেন। বড় বড় কথা বলছেন। রাস্তায়ও নামেন না। খালি মিডিয়ার সামনে বাইট দেন। মেদিনীপুর থেকেও কোনও আসন পাবে না বিজেপি।