প্রতিবেদন : রাতে রাস্তায় নিরাপত্তাবৃদ্ধিতে তৎপর পুলিশ। রাজ্য জুড়ে রাতে রাস্তায় বেড়েছে পুলিশের টহল। আলিপুরদুয়ারে উইনার্স টিমের সঙ্গে নজরদারি চালালেন পুলিশকর্তারাও। আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসডিপিও শ্রীনিবাস এমপি, আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বাইকে চড়েই এলাকা চষে বেড়িয়েছেন। আলিপুরদুয়ার পার্ক রোড, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড, মান্না দে স্ট্রিট, মাধব মোড়, আলিপুরদুয়ার চৌপথি, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় চত্বর-সহ একাধিক জায়গায় টহল দেন পুলিশকর্মীরা।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, শহরের কোথায় কোথায় জটলা রয়েছে তা খতিয়ে দেখা হয়। বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলে, তাঁদের কোনও সমস্যা রয়েছে কি না সেই বিষয়ে জানা হয়। উৎসবের মরশুমের আগে বাড়তি নিরাপত্তায় জোর দিয়েছেন পুলিশকর্মীরা। কারও কোনও অভিযোগ থাকলে তা শোনার জন্য উইনার্স টিমের সঙ্গে টহল দেন পুলিশ সুপার। রাস্তায় ঘুরে ঘুরে তাঁরা মহিলা পথচারীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেন। প্রয়োজনে ‘১০০’ ডায়াল করার নির্দেশও দেওয়া হয়। ১০০-নম্বরটি টোল ফ্রি। একবার ফোন করলেই উইনার্স টিম সহজেই গিয়ে সমস্যার বিষয় খতিয়ে দেখবে। আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন নানা এলাকায় পুলিশের টহল চলে। কোথাও কোনও সমস্য রয়েছে কি না তা জানতে খোঁজখবর নেওয়া হয়। মহিলাদের মধ্যে নিরাপত্তা নিয়ে কোনও অসুবিধে রয়েছে কি না, সেসব খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। আলিপুরদুয়ার শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিয়মিত অভিযান চলবে বলে পুলিশকর্তারা জানান। এছাড়াও উইনার্স টিম সবসময় নজরদারি রাখবে।