ধর্ষণ রুখতে কঠোরতম আইনের পক্ষে আগেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আবারও আসন্ন সংসদ অধিবেশনে দোষীদের দ্রুত এবং গুরুতর শাস্তির ব্যবস্থার জন্য সুর চড়াবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, “প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। যা বেদনাদায়ক। বিরাট সময়-সীমাবদ্ধ ধর্ষণ-বিরোধী আইনের দাবি আগের চেয়ে আরও অনেক বেশি চাপের৷ বাংলা তার ধর্ষণ-বিরোধী আইনের ধারা আনতে নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রকে এখন সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে – অধ্যাদেশ দ্বারা হোক বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) সংশোধনীর মাধ্যমে আসন্ন সংসদ অধিবেশনে ন্যায়বিচার দ্রুত এবং গুরুতর উভয়ই নিশ্চিত করার জন্য এবং ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করতে হবে৷” শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে জানিয়েছেন, #BengalShowsTheWay।
অতীতেও কঠোর ধর্ষণ–বিরোধী আইনের কথা জানিয়েছিলেন অভিষেক। ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করার কথাও জানিয়েছিলেন। তাঁর আরও সংযোজন ছিল, দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ।
আরও পড়ুন- আজ মরিশাসের মুখোমুখি ভারত, প্রস্তুতির অভাব চিন্তায় রাখছে কোচ মানোলোকে