প্রতিবেদন : কলকাতা লিগের দুরন্ত ফর্ম আই লিগের তৃতীয় ডিভিশনেও অব্যাহত ডায়মন্ড হারবার এফসি-র। মঙ্গলবার আই লিগ থ্রি-র ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে গাজিয়াবাদ এফসি-কে ৩-০ গোলে হারিয়েছে ডায়মন্ড হারবার। সহজ জয়ের দিন ডায়মন্ড হারবারের হয়ে মাত্র ১০ সেকেন্ডে গোল করে নজির গড়লেন নরহরি শ্রেষ্ঠা। ভাঙলেন আইএম বিজয়নের ১২ সেকেন্ডে গোলের রেকর্ড। নরহরির গোলটি ভারতীয় ফুটবলে তৃতীয় দ্রুততম। সোদপুরের ছেলের গোলের রেকর্ডে উচ্ছ্বসিত টিমের কর্ণধার তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরহরির গোলের ভিডিও রিট্যুইট করে অভিষেক এক্সে লিখেছেন, ‘অবিশ্বাস্য কীর্তি’।
আরও পড়ুন-লর্ডসে টেস্ট ফাইনাল জুনে
ভারতীয় ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড রয়েছে আই লিগেই। ২০২১ সালে মোহনবাগানে খেলে যাওয়া তাজিকিস্তানের ফরোয়ার্ড কোমরন তুরসুনোভ মাত্র ৯ সেকেন্ডে গোল করে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন। সন্তোষ ট্রফিতে সাড়ে নয় সেকেন্ডে গোল রয়েছে দীপঙ্কর রায়ের। এরপরই থাকবে এদিনের নরহরির গোল। চতুর্থ স্থানে থাকবে সাফ কাপে ভুটানের বিরুদ্ধে বিজয়নের করা ১২ সেকেন্ডের গোল। তবে গত বছর থেকে শুরু হওয়া আই লিগের তৃতীয় ডিভিশনে নরহরির গোলটিই দ্রুততম।
বড় রোনাল্ডোর ভক্ত নরহরি বলছিলেন, ‘‘মাঠে নেমে সবসময় দ্রুত গোল করার লক্ষ্য থাকে। এদিনও সেভাবেই ১০ সেকেন্ডে গোল পেয়েছি। তবে গোলের পিছনে সতীর্থদের অবদান কম নয়। কার্লোস দারুণ থ্রু বাড়িয়েছিল। আমি শুধু ঠিক জায়গায় গিয়ে ফিনিশ করেছি।’’ নরহরির গোলের পাশাপাশি বাকি দুই গোলদাতা জবি জাস্টিন ও গিরিক খোসলা।
সকাল ন’টা ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন নরহরি। ৯ মিনিটের মাথায় জবির গোলে ব্যবধান বাড়ায় কিবু ভিকুনার দল। দু’গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমানোর লক্ষ্যে আক্রমণের তীব্রতা বাড়ায় গাজিয়াবাদ। কিন্তু লাভ হয়নি। ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করেন গিরিক। ম্যাচের বাকি সময়ে আধিপত্য নিয়ে খেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কিবুর দল। সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত ডায়মন্ড হারবার।
দাপুটে জয়ে আই লিগ অভিযান শুরু করে খুশি ডায়মন্ড হারবার শিবির। সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘কলকাতা লিগের ছন্দটা ধরে রাখাই আমাদের উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্যে সফল। কিন্তু আমাদের লক্ষ্য অনেক বড়। তাই ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা। ছেলেরা এদিন পরিকল্পনামাফিক খেলেছে।’’