প্রতিবেদন : একদিকে মানবিক মুখ, অন্যদিকে হিংস্র চেহারা। দুটোই পুলিশবাহিনী (Police)। একটি এ-রাজ্যের, আর অন্যটি ডাবল ইঞ্জিনের বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। কিন্তু কত তফাত! এমনই ছবি উঠে এসেছে সমাজমাধ্যমে। এ-রাজ্যে পুলিশের ভূমিকায় সরব বিজেপি-সহ বিরোধীরা। পুলিশ নাকি আন্দোলনকারীদের প্রতি হিংস্র আচরণ করে। আরজি কর-কাণ্ডে ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর থেকে বঙ্গ বিজেপির নিশানায় রাজ্যের পুলিশ। বঙ্গের বিজেপি নেতারা সকাল-সন্ধে প্রতিবাদী, আন্দোলনকারীদের জন্য চোখের জল ফেলছেন। আর বিজেপি-শাসিত উত্তরপ্রদেশেই দেখা গেল নির্মম পুলিশের ছবি। লাঠি হাতে আন্দোলনকারীদের ওপর মারমুখী চেহারায় যোগীর পুলিশ। এবার কী বলবেন বঙ্গ বিজেপি নেতারা? এ রাজ্যে আন্দোলনকারীদের জন্য কান্নাকাটি করবেন, আর যোগীরাজ্যে আন্দোলন করলে পুলিশ (Police) লেলিয়ে দেওয়া হবে? এই দ্বিচারিতা আর কতদিন? উল্টোদিকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের দিন দেখা গেল কলকাতা পুলিশের মানবিক মুখ। পুলিশের বিরুদ্ধে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের জন্য পানীয় জল, খাবার এগিয়ে দিলেন খোদ পুলিশকর্মীরাই। লালবাজারের কিছু দূরে রাতভর রাস্তায় বসে থাকা জুনিয়র ডাক্তারদের কাছে গিয়ে তাঁদের হাতে হাতে পানীয় জল, খাবার তুলে দিল পুলিশ। পুলিশের এমন মানবিক মুখের ছবি উঠে আসার পর সমাজমাধ্যমে তুমুল প্রশংসা এ-রাজ্যের পুলিশের। আরজি করের ঘটনা সামনে আসার পর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলনের প্রতি তাঁর সমর্থন ও সহানুভূতি জানিয়েছিলেন। তবে গরিব মানুষের কথা ভেবে তিনি কর্মবিরতি তুলে নিয়ে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। এরই মধ্যে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দেন। সেই আন্দোলন চলাকালীনই উঠে এল কলকাতা পুলিশের মানবিক মুখ।
আরও পড়ুন-৪০ কোটি মঞ্জুর অর্থ দফতরের, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তায় জোর রাজ্য সরকারের