প্রতিবেদন : প্রথম বছর ইন্ডিয়ান সুপার লিগে বড় কোনও প্রত্যাশা নিয়ে নামছে না মহামেডান স্পোর্টিং। শহরে আইএসএল টিমগুলোর কোচ, ফুটবলারদের মিলনমেলায় মহামেডানের রুশ হেড কোচ আন্দ্রে চেরনিশভ সাফ জানিয়ে দিলেন, ক্লাবের আইএসএল অভিষেকে অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য। তবে ঘরের মাঠের হোম ম্যাচগুলো থেকে যত বেশি সম্ভব পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে দল।
আরও পড়ুন-সেমিফাইনালে হেরে বোপান্নাদের বিদায়
চেরনিশভ বললেন, ‘‘আই লিগের সঙ্গে দেশের সেরা লিগের অনেক পার্থক্য। আইএসএলের দলগুলো অনেক শক্তিশালী। অনেক উন্নতমানের ফুটবলার রয়েছে। তাদের সঙ্গে টক্কর দেওয়াটা কঠিন চ্যালেঞ্জ। প্রথম মরশুমে দারুণ কিছু প্রত্যাশা করছি না। আমাদের সমর্থকদের একটু ধৈর্য ধরতে হবে। ধাপে ধাপে আমরা এগোতে চাই। প্রথম বছর আইএসএল থেকে অভিজ্ঞতা অর্জন করাই লক্ষ্য থাকবে আমাদের।’’
সামাদ আলি মল্লিক বললেন, ‘‘আইএসএলে খেলতে পারা আমার কাছে বড় প্রাপ্তি। বাংলার ছেলে হিসেবে আমি ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চাই। লক্ষ্য থাকবে প্রথম ছয়ে শেষ করা।’’