সংবাদদাতা, কোচবিহার : কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান (chairman) পদে দায়িত্ব নিলেন শিক্ষক রজত বর্মা। এতদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা৷ বুধবার জেলাশাসকের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশে সদ্য নিযুক্ত চেয়ারম্যান রজত বর্মা। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রাথমিক শিক্ষাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এ-ব্যাপারে আলোচনা হয়েছে জেলাশাসকের সঙ্গে।
আরও পড়ুন-মহকুমা হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সূচনায় সাংসদ দেব
কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো ব্যাপক ভাবে উন্নয়ন করেছেন। স্কুলের শিক্ষা ব্যবস্থা আরও যাতে এগিয়ে যায় সে-ব্যাপারে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে৷ কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদে এদিন তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যদের ভিড় উপচে পড়েছিল নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে৷ চেয়ারম্যান রজত বর্মা বলেন, শিক্ষক দিবসের আগের দিন এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত।