অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: দুর্গা পুজোর আর হাতে গোনা কয়েকদিন। ইতিমধ্যেই সেজে উঠছে শহর থেকে গ্রাম। পুজো প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তারা। দোকানে দোকানে চলছে বিকিকিনি। একদিকে যেমন নিজের পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন সকলেই। অন্যদিকে তাদের সাজাতেও এগিয়ে আসছেন মহিলারাই। দশভুজার আগমনের তোরজোড় সামলাতে দশভুজায় অবতীর্ণ উত্তর দিনাজপুরের স্বনির্ভর দলের মহিলারা। ষষ্ঠী থেকে দশমী নানা সাজে মহিলারা নিজেকে সাজিয়ে তুলবেন পছন্দমতো রঙে। সাজে বাড়তি মাত্রা আনে অবশ্যই মানানসই অলঙ্কার। আর সেই অলঙ্কার জুড়ে থাকবেন মা দুর্গা। শক্তির আরেক নাম। তাই নিজের ঘরের সব কাজ সামলে দিনরাত এক করে মা দুর্গাকে সাজাতে ব্যস্ত উত্তর হেমতাবাদ রায় স্বনির্ভর মহিলা দল।
আরও পড়ুন-জেলার প্রাথমিক শিক্ষা সংসদের নয়া চেয়ারম্যান, দায়িত্বে নিয়েই বৈঠক রজতের
মাটি, সুতো, রঙ, তুলি দিয়ে সনাতনী দেবী মুর্তির নানা রূপ থাকছে অলঙ্কারে। মোট দশ জন সদস্য রয়েছে এই দলে। প্রত্যেকেই সৃষ্টি করছেন এক এক রকমের নানা অলঙ্কার। ১৫০-৪০০ টাকার মধ্যে মনের মতো পার্বণী ডিজাইন করছেন তারা। বিক্রিয় হচ্ছে ভালো। বিশেষ করে সরকারী উদ্যোগে সৃষ্টিশ্রী স্টল তাদের সাহস যোগাচ্ছে কাজের। লাভের মুখ দেখছেন তারা। বছরের অন্যান্য সময়ের থেকে দুর্গা মা এর এই ডিজাইনের চাহিদা থাকে অনেক বেশি। তাই এখন নাওয়াখাওয়া ভুলে চলছে কাজ। অপরদিকে জেলার একটি সৃষ্টিশ্রী বিপণন স্টলের পপি রায়, পারমিতা মন্ডলরা জানিয়েছেন এই গয়নার চাহদা ভাল। সরকারি এই স্টলের মাধ্যমে বিক্রির নিশ্চয়তা পেয়ে খুশি মহিলা দলের সদস্যরা।