ছত্তীসগঢ়়ে মাওবাদী এবং পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের ৭২ ঘণ্টার কাটেনি। ইতিমধ্যেই তেলঙ্গানায় (Telangana) আবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হলেন। বৃহস্পতিবার সকালে রাজ্যের ভাদরাদরি কোঠাগুদেমে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে, নীলাদ্রি পেটা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযানে যায় পুলিশ। হঠাৎ করেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জঙ্গল ঘিরে মাওবাদীদের তল্লাশি চলাকালীন তাদের উপর হামলা চালান মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের ফলে ছয় মাওবাদী নিহত হন। পুলিশের এক কনস্টেবলও গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন-ব্রিটেনে খু.ন ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
কিছুদিন আগেই ছত্তীসগঢ় থেকে তেলঙ্গানায় এসেছিল মাওবাদীদের এই দলটি। সীমানা এলাকায় মাওবাদীদের থাকার খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে অভিযানে যায় তেলঙ্গানা পুলিশের গ্রেহাউন্ড দল। জানা গিয়েছে, এই সংঘর্ষে লাছানা দলের এক নেতা নিহত হয়েছেন। লাছানা দলের মানুগুরু এরিয়া কমিটির সভাপতি ছিলেন তিনি। প্রসঙ্গত, গত মঙ্গলবার ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়া এবং বিজাপুরের সীমানা এলাকার একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। সেই ঘটনায় ন’জন মাওবাদী নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছ’জন মহিলা সদস্য ছিলেন।