হাতে মাত্র ৩৪ দিন। কলকাতার (Kolkata) পুজো কমিটিগুলির সিংহভাগেরই মণ্ডপ তৈরির কাজ ৫০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা শহর জুড়ে যানজট। পুজোর এগিয়ে আসার সাথে সেটা ক্রমশ বাড়বে। এই অবস্থায় শহর সচল রাখা কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। সারা বছর ধরেই যান চলাচল ও বর্ষার ফলে শহরের একাধিক রাস্তার অবস্থা বেশ খারাপ। ইতিমধ্যেই শহর জুড়ে ২৬৪টি স্থানকে মেরামতির জন্য চিহ্নিত করা হয়েছে। সেই তালিকা কলকাতা পুলিশ পুরসভার হাতে তুলে দিয়েছে বলেই খবর।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণ.ধর্ষণ
প্রতি বছর পুজোর আগে শহরের রাস্তা মেরামত করা হয়। এই বছরও সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শহর জুড়ে প্রতিদিনই চলছে প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ। এর মধ্যেই কলকাতা পুলিশের পুজোর প্রস্তুতিও চলছে। প্রশাসনের তরফে খবর, এই মুহূর্তে শহরের রাস্তাঘাট সংস্কারের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুজোর মুখে যানজটের ফলে নাহলে শহর স্তব্ধ হয়ে যাবে। এই কারণেই লালবাজার দ্রুত তালিকা পাঠিয়ে কলকাতা পুরসভাকে রাস্তা সংস্কারের কাজ শুরু করার কথা জানায়। ইতিমধ্যে শহরের রাস্তাঘাট ও আলোকসজ্জা নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক করেছেন পুর কমিশনার ধবল জৈন। লালবাজারের সঙ্গেও ১৫ দিন অন্তর বৈঠক করছেন পুর কর্তৃপক্ষ।
আরও পড়ুন-তেলঙ্গানাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ছয় মাওবাদী, গুরুতর আহত এক কনস্টেবল
পুরসভা সূত্রে খবর, তালিকার অন্তর্ভুক্ত ১৩১টি স্থান ইতিমধ্যে মেরামত করা হয়ে গিয়েছে। তবে রাস্তা সরাইয়ের পর অনিয়মিত বৃষ্টি হওয়ায় বেশ সমস্যা হচ্ছে বলেই জানায় কলকাতা পুরসভার আধিকারিকেরা। বেশ কয়েকটি জায়গাতে প্যাচওয়ার্ক উঠে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে পুজোর আগে আবহাওয়া ভাল হলে সব রাস্তা ফের সংস্কার করা হবে।